ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির পক্ষে বার্সার প্রচারণায় নাখোশ বিচার মন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
মেসির পক্ষে বার্সার প্রচারণায় নাখোশ বিচার মন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: সোস্যাল মিডিয়ায় লিওনেল মেসির সমর্থনে বার্সেলোনার প্রচারণার ব্যাপক সমালোচনা করেছেন স্পেনের বিচার মন্ত্রী রাফায়েল কাতালা। কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই ক্লাবের সেরা তারকার পাশে থাকতে ক্যাম্পেইন করছে স্প্যানিশ জায়ান্টরা।

কর ফাঁকির মামলার রায়ে মেসি ও তার বাবাকে ২১ মাসের কারাদণ্ড ও জরিমানা করেন বার্সেলোনার আদালত। আপিলের রায়ে তাদের শাস্তি কমবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#উইআরঅললিওমেসি’ হ্যাশট্যাগ এর মাধ্যমে মেসির জন্য প্রচারণা চালাচ্ছে বার্সা। যদিও অনেকেই এর বিরোধিতা করেছেন। সবশেষ রাফায়েল কাতালাও একে অনুপযুক্ত বলছেন। মেসির জন্য তার কোনো সহানুভূতি নেই বলেও জানান তিনি।

একদিকে সহানুভূতি প্রকাশ করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা মেসিকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু স্প্যানিশ বিচার মন্ত্রীর দাবি, অাদালত যে রায়ের বিপরীতে আর্জেন্টাইন আইকনের দায় কমানোর চেষ্টাই করছে বার্সা।

এক বিবৃতিতে কাতালা বলেন, ‘আমি মেসি নই, আমি কর ফাঁকির অপরাধ করিনি। কাজেই আমার কোনো অনুভূতি নেই.....এবং কাতালান ও বার্সা সমর্থকরা এই প্রচারণার সঙ্গে একমত হবে বলে আমি মনে করি না। ’

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমআরএম

**
দোষী প্রমাণিত হলেও মেসি অপরাধী নন
** মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন
** নিলামে উঠছে মেসির পেনাল্টি মিসের ‘অভিশপ্ত’ বল
** মেসির সঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্টের আলাপ
** মেসির চোখের জলে ব্যথিত রোনালদো
** ব্রাজিলের বিপক্ষে ফিরছেন মেসি
** ‘মেসি আর্জেন্টিনার জন্য ঈশ্বরের দান’
** মেসিকে ফেরাতে বুয়েন্স এইরেসে মানুষের ঢল

** মেসির বিদায়ে চটেছেন তেভেজ
** মেসির জন্য রোনালদোর আকুতি
** মেসিকে একা থাকতে দাও: ম্যারাডোনা
** মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন
** সিদ্ধান্ত বদলাবেন মেসি, বললেন সুয়ারেজ
** মেসিকে ফেরাতে রাস্তায় নামছে লাখো সমর্থক
** পেনাল্টি ‘নির্দয়’, মেসির প্রতি ব্রাজিল কোচের সমবেদনা
** মেসিকে ফেরাতে ম্যারাডোনা ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।