ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন হতেই খেলবে মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
চ্যাম্পিয়ন হতেই খেলবে মোহামেডান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: দেখেতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কেটে গেছে আটটি মৌসুম। এই আট মৌসুমে একবারের জন্যও চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেড।

তবে এই মৌসুমেই তারা সেই শিরোপা খরা কাটাতে চাইছে।

 

শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের ক্লাব পরিচিতি অনুষ্ঠানে এমনটি জানালেন মোহামেডানের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা।

নিজেদের প্রস্ততি ও প্রত্যাশার কথা জানাতে গিয়ে এসময় বাঙ্গুরা জানান, ‘প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমরা বেশ ভালো অনুশীলন করেছি। দলের সবার মোটিভেশনও ভাল আছে। আশা করছি প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবো। ’

ইসমাইল বাঙ্গুরা অবলীলায় বললেন চ্যাম্পিয়ন হতেই তারা মাঠে নামবেন। কিন্তু তার কথা কতটুকু বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা এই মৌসুমের শুরু থেকেই দলটির ভালো প্লেয়ারের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। মৌসুমের প্রথম ঘরোয়া ফুটবল স্বাধীনতা কাপ এবং দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন দূরে থাক, গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাদা-কালো শিবিরদের। পাশাপাশি আছে দলটির অতীত হতাশাজনক খেলার রেকর্ডও।

ঘরোয়া ফুটবল মোহোমেডান সব শেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে সুপার কাপে আর ২০০৯ সালে জিতেছিল ফেডারেশন কাপ।  

এদিকে দলে মানসম্পন্ন প্লেয়ারের ঘাটতি কাটিয়ে উঠতে না পারায় প্রিমিয়ার লিগে তারা সত্যিকার অর্থে কতটুকু ভাল করতে পারবে সে বিষয়টি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বিষয়টির সঙ্গে একমত পোষণ করলেন দলের কোচ কাজী জসীম উদ্দিন আহমেদ জোশিও, ‘সত্যিকার অর্থেই মোহামেডান চ্যাম্পিয়ন হবার মতো দল গঠন করেনি। ’

তারপরেও এই কোচ আশা করছেন চ্যাম্পিয়নের লড়াইয়ে তার শিষ্যরা আপ্রাণ চেষ্টা করে যাবে।

তবে শিষ্যের মতো ততটা আত্মবিশ্বাসী মনে হলো না কোচ জোসীকে। কেননা তার শিষ্য ইসমাইল বাঙ্গুরা চ্যাম্পিয়ন হতে চাইলেও জোশি চাইছেন পয়েন্ট টেবিলের সেরা তিনের মধ্যে থাকতে। আর তাতেই নাকি তুষ্ট থাকবেন মোহামেডান কোচ!

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।