ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উদ্বোধন হলো ভিন্ন কলেবরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
উদ্বোধন হলো ভিন্ন কলেবরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার (২০ জুলাই) বিকেল ৫টা থেকে। কিন্তু হলো না।



অনুষ্ঠান যখন শুরু হলো তখন সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিট। তাতে অবশ্য কারোই কিছুই যায় আসলো না। কেননা স্টেডিয়ামের হাজার পাঁচেক দর্শক এক রকম মুখিয়েই ছিলেন জমকালো এই অনুষ্ঠানটি উপভোগ করতে। আর অনুষ্ঠানের শুরুতেই ব্যান্ড শিল্পি সজল গাইলেন।

সজলের পর মিউজিকের মুর্ছনায় স্টেডিয়ামের গ্যালারি নাচালেন ডিজে জেনিফার। জেনিফারের মিউজিক পাশপাশি মঞ্চের চার পাশে খেলা করছিলো অদ্ভুত সুন্দর রকমের সব অগ্নিশিখা। মোট পাঁচটি ট্র্যাক দিয়ে দর্শক নাচিয়ে চলে গেলেন জেনিফার।

জেনিফার স্টেজ থেকে নেমে গেলে চোখ ধাঁধানো লেজার শো ও ফায়ারওয়ার্কসে বর্ণিল রং ধারণ করলো পুরো এমএ আজিজ স্টেডিয়াম। এভাবে চললো প্রায় ৫ মিনিট।

লেজার শো ও ফায়ারওয়ার্কসের পর মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় বিপিএলে অংশ নেয়া ১২ টি ক্লাব ও অধিনায়ক ও কর্মকর্তাদের।

অধিনায়ক, ক্লাব ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন বিপিএলের সত্বাধিকারী তরফদার রুহুল আমিন।

তিনি বলেন,‘দেশের ফুটবলের উন্নয়নের জন্যই আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি। ফুটবল বাংলাদেশের প্রাণের খেলা। সেই খেলাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে এবং ফুটবলকে আগের সেই গৌরব ফিরিয়ে দিতে আমরা এমন পদক্ষেপ নিয়েছি।

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। উদ্বোধন। আর এই উদ্বোধনের জন্য মঞ্চে এসে একে একে হাজির হন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির, বিপিএল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ বেগম এমপি, বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদীসহ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা।
মঞ্চে উপস্থিত হয়ে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখলেন সালাহউদ্দিন। বললেন, আমি বিশ্বাস করি তরফদার রুহুল আমিন ও আ জ ম নাসিরের হাতে দায়িত্ব এলে চট্টগ্রামে বেশ সফলতার সঙ্গে বিপিএল অনুষ্ঠিত হবে। আমি বিপিএলের জন্য শুভ কামনা করছি।

সালাহউদ্দিনের পর শুভেচ্ছা বক্তব্য নিয়ে এলেন বিপিএল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গীত শিল্পি মমতাজ।  

তিনি বলেন, ‘আমরা চাই ১২টি দল নিয়ে ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দিতে। আমি আশা করি আর এখান থেকেই এদেশের ভবিষ্যতের সেরা খেলোয়াড়রা উঠে আসবে। ’

সালাহউদ্দিন ও মমতাজের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন নাসির। বললেন, আমরা জানি ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। একে আরও জনপ্রিয় করতে বাফুফে ও আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি ক্রিকেটের পাশাপাশি আমাদের ফুটবলও ভবিষ্যতে সমান জনপ্রিয় হবে এবং বিশ্বব্যাপি আমাদের ফুটবলের সুনাম ছড়িয়ে পড়বে। এমন প্রত্যাশা করে আমি জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধন ঘোষণা করছি’ আ জ ম নাসিরের এই ঘোষণার পরই আতশবাজীর আলোয় আলোকিত হলো এমএ আজিজ স্টেডিয়ামের আকাশ। আর এভাবে চললো প্রায় ৫ মিনিট ব্যাপি। আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ভিন্ন কলেবরের জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা, ২০ জুলাই ২০১৬
এইচএল/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।