ঢাকা: আসন্ন অলিম্পিকে নিজেদের মাটিতেই ব্রাজিলকে খালি হাতে বসে থাকতে হবে বলে জানালেন দেশটির সাবেক স্ট্রাইকার জিওভানে এলবার। তার মতে, ফুটবলারদের মাঝে জয়ের কোনো উদ্দীপনা না থাকায় অলিম্পিকের আসরে এবারো ব্রাজিলকে স্বর্ণজয়ের আক্ষেপ নিয়ে কাটাতে হবে।
আগামী ০৫ আগস্ট রিও ডি জেনেইরোতে এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ০৪ আগস্ট থেকে। প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অলিম্পিক মিশন। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।
এর আগে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো বলেছিলেন, ‘বর্তমান দলটি দুর্ভাগা। সেলেকাওদের বর্তমান প্রজন্মের ক্ষুরধার ভাবটা থাকছে না। ’
এলবারও জানালেন একই কথা। এবারের অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণ জেতার কতটা সুযোগ রয়েছে এমন প্রশ্নে বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা জানান, ‘না, না, না...। আমি মনে করি, ব্রাজিলের বর্তমান দলটিতে যারা আছে, তাদের মধ্যে ওই ধরনের মানসিকতাই নেই। আমার চোখে, ফুটবলে তাদের একেবারেই ‘মন’ নেই। ’
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কনফেডারেশন কাপ, কোপা আমেরিকার মতো বড় বড় আসরের শিরোপা জিতেছে। এবার ঘরের মাঠে রিও অলিম্পিকের শিরোপা জিততে চায় নেইমার বাহিনী।
নেইমারদের নিয়ে গড়া দলটির সঙ্গে ১০ বছর আগের রোনালদো-কাকাদের দলের অনেক ব্যবধান দেখছেন জিওভানে এলবার। তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি দশ বছর আগের দলের সঙ্গে বর্তমান দলটার পার্থক্য অনেক। রোনালদো-কাকারা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। তারা শিরোপা জেতার জন্য সর্বদা মুখিয়ে থাকতো। কিন্তু, বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তেমনটা দেখাই যাচ্ছে না। ’
এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় ব্রাজিল। চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরেও আগেভাগেই বিদায় নিতে হয় সেলেকাওদের। আর সবশেষ কোপা আমেরিকার শতবর্ষী আসরে আমেরিকার মাটিতে গ্রুপপর্ব থেকে তাদের দ্রুত বিদায় নিতে হয়েছিল।
স্বাগতিক ব্রাজিল এবার কি পারবে অলিম্পিকের আসরে অধরা স্বর্ণ জিতে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে?
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি