ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ নয়, পগবার লক্ষ্য রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ম্যানইউ নয়, পগবার লক্ষ্য রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

ঢাকা: পল পগবার দলবদলের নাটক নতুন মোড় নিল! ম্যানচেস্টার ইউনাইটেড নয়, স্বদেশী কিংবদন্তি জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান ফ্রেঞ্চ তারকা। তবে পগবাকে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার এজেন্ট মিনো রাইওলা।

স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ‘ক্যাদেনা এসইআর’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। এর আগে জোরালো গুঞ্জন ওঠে, ম্যানইউর সঙ্গে চুক্তি সম্পন্নের দ্বারপ্রান্তে পগবা। ইংলিশ জায়ান্টরা ১১০ মিলিয়ন রেকর্ড মূল্যেও তাকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা জানায়। রেড ডেভিলসরা তাদের নতুন কোচ হোসে মরিনহোর টার্গেটকে ওল্ড ট্রাফোর্ডে ভাগিয়ে আনতে পারবে কিনা তা সময়েই বলে দেবে।  

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ২৩ বছর বয়সী পগবা জিদানের অধীনে রিয়ালে থিতু হতে চাইছেন। শেষ পর্যন্ত জুভেন্টাস ছেড়ে তার গন্তব্য কোথায় হবে সেটিই এখন দেখার বিষয়! তবে এতোটুকু নিশ্চিত যে, পগবার দলবদলে ট্রান্সফার রেকর্ডই হতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালে টটেনহাম থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে পাড়ি দিয়েছিলেন গ্যারেথ বেল।

ম্যানইউ এক মৌসুমের পারিশ্রমিক বাবদ ১৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত। অন্যদিকে, ফ্রেঞ্চ সেনসেশনের প্রতি রিয়ালের আগ্রহটা বেশ পুরনো। এবার তাকে দলে টানতে নতুন করে মাঠে নামতে পারে গ্যালাকটিকোরা। স্বয়ং পগবাই যে বার্নাব্যুতে পা রাখতে উদগ্রীব!

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।