চট্টগ্রাম: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে তারা হেরে গেছে ২-০ গোলে।
আর এই হারে এবারের মৌসুমের প্রথম দুই ম্যাচে পয়েন্ট শূন্য থাকতে হলো রয়্যাল ব্লুজদের। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরেছিল শেখ রাসেল।
তবে হেরে গেলেও বৃহস্পতিবার (২৮ জুলাই) এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে খেলা উপহার দেয় শেখ রাসেল। ১৮ মিনিটে পল এমিলির পাসে বক্সের ভেতর থেকে বল জড়াতে চেয়েছিলেন মিন্টু। কিন্তু তার শটটি গোল পোষ্টের উপর দিয়ে চলে যায়।
এর ১২ মিনিট পরে পল এমিলি আবার রহমতগঞ্জের রক্ষণ ভেঙে চেয়েছিলেন দলকে এগিয়ে নিতে। কিন্তু তার এগিয়ে দেয়া বল থেকে আলমগীর কবির রানার শটটি সাইডপোষ্টের বাইরে দিয়ে চলে গেলে আবারো গোলবঞ্চিত হয় মারুফুল হকের শিষরা।
অন্যদিকে প্রথমার্ধে লিডের আশায় রহমতগঞ্জও বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় দলটি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারলে নির্ধারিত সময় শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৬ মিনিটে সাইয়ো জুনপিও শেখ রাসেল গোলবারের ডানদিক দিয়ে বল নিয়ে ক্রস তুলে দেন ডি বক্সের ভেতরে দাঁড়ানো নয়নকে। নয়নের জোরালো শটে বল জালে জড়ালে ১-০তে এগিয়ে যায় রহমতগঞ্জ।
রহমতগঞ্জ দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের ৮৮ মিনিটে। মিডফিল্ডার মো: আলাউদ্দিনের ২০ গজ বাইরে থেকে নেয়া অর্ধচন্দ্র শটে ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র।
তবে পিছিয়ে পড়েও ব্যবধান কমাতে প্রাণপণ লড়ে আতিকুর রহমান মিশুরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হলে ম্যাচ শেষে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় গেলবারের রানার্স আপদের।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি