ঢাকা: দীর্ঘ ২৭ বছর অপেক্ষার অবসান টেনে কোপা লিবার্তাদোরেসের শিরোপার দেখা পেয়েছে অ্যাতলেতিকো ন্যাসিওনাল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়া এই দলটির এমন অভূতপূর্ব সাফল্য শেষ পর্যন্ত হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ইভেন্টে দলটি প্রথম ট্রফি জিতেছিল ১৯৮৯ সালে। ২৭ বছর পর কলম্বিয়ার কোনো দল হিসেবে তারা এই শিরোপা জেতে। কোপা লিবার্তাদোরেস জেতার পর দেশটিতে হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়।
জয় উদযাপনের সময় কমপক্ষে শতাধিক মারামারির ঘটনায় তিন থেকে চারজন নিহত হয়েছেন বলেও জানা যায়। এছাড়া, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও বহু সমর্থক।
দেশটির সরকার এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তবে, ঠিক কী কারণে সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
ইকুয়েডরের ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভ্যালিকে শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগে ১-০ (২-১ অ্যাগ্রিগেট) ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগায় অখ্যাত এ ক্লাবটি। অন্যদিকে, নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সুযোগটি হাতছাড়া করেছে ইন্ডিপেন্ডিয়েন্তে। এর আগে তাদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ফাইনালটি ম্যাচটি দেখতে রাজধানী বোগোতায় বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিলেন দুই ক্লাবের সমর্থকরা। সেখানে একাধিক দুর্ঘটনা ঘটে। অপ্রত্যাশিত এ ঘটনায় মেদেলিনে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। ২২ বছর বয়সী এক সমর্থক মারা যান এ ঘটনায়। তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সেমিফাইনালে ব্রাজিলিয়ান জায়ান্ট সাও পাওলোকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ন্যাসিওনাল। আর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বোকা জুনিয়র্সকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখে ইন্ডিপেন্ডিয়েন্তে।
হোম ভেন্যুতে খেলা শুরু আট মিনিটের মাথায় ন্যাসিওনালকে লিড এনে দেন ২৩ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার মিগুয়েল বোর্জা। এই এক গোলে ম্যাচের নিষ্পত্তি ঘটে। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উল্লাসে মাতে ফ্যালকাও-রদ্রিগেজের স্বদেশীরা। যা পড়ে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি