ঢাকা: আন্তর্জাতিক টুর্নামেন্টের চার চারটি ফাইনালে গিয়েও শিরোপা হাতছাড়া করার সব অভিমান উড়িয়ে দিয়ে দেশের জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সেপ্টেম্বরে আর্জেন্টিনার জার্সি গায়ে আবারো মাঠ মাতাবেন বার্সেলোনার এই প্রাণভোমরা।
উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াড ঘোষণার আগে আর্জেন্টিনার কোচ বার্সেলোনায় উড়ে গিয়ে মেসির সঙ্গে বৈঠক করার পর মেসি অবসর ভেঙে ফিরে আসার এই আলোচিত সিদ্ধান্ত নেন।
২৭ জনের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নাপোলি থেকে ইতালির দলবদলে রেকর্ড গড়ে জুভেন্টাসে পাড়ি জমানো গঞ্জালো হিগুয়েন।
জুভিদের তারকা হিগুয়েন বাদ পড়লেও ইতালিয়ান জায়ান্টদের আরেক তারকা পাওলো দিবালা সুযোগ পেয়েছেন মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের পাশে খেলার।
আগামী ০৬ সেপ্টেম্বর মেনডোজায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী। এর ৫ দিন পর মেরিডায় আর্জেন্টাইনদের প্রতিপক্ষ থাকবে ভেনেজুয়েলা।
আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো, নাহুয়েল গুজমানকে।
ডিফেন্ডার: রোনকাগলিয়া, মাতিও, ফুনেস মরি, এমানুয়েল, মার্কোস রোহো, মার্টিন দেমিসিলিস, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল, নিকোলাস অটামেন্ডি।
মিডফিল্ডার: মাতিয়াস, জাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, এভার বনেগা, জাভিয়ের পাস্তোর, এরিক লামেলা, নিকোলাস গাইতান, অ্যাঞ্জেল ডি মারিয়া।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, এঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা এবং লুকাস আলারিও।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি