ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তুরান-মেসিময় বার্সার সুপার কাপ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
তুরান-মেসিময় বার্সার সুপার কাপ জয় ছবি:সংগৃহীত

ঢাকা: মৌসুমের শুরুটা দারুণই হলো বার্সেলোনার। সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিল লুইস এনসরিকের শিষ্যরা।

এর আগে প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-০ অ্যাগ্রিগেটের ব্যবধানে ট্রফি ঘরে তোলে কাতালানরা। দলের হয়ে এদিন জোড়া গোল করেন আরদা তুরান ও একটি গোল করেন লিওনেল মেসি।

বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়াকে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথিয়েতা জানায় বার্সা। তবে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে সহজ জয়টি তুলে নেয় তারা।

গত মৌসুমে বাজে ফর্মের কারণে সমালোচনার শিকার হওয়া তুরান এবার শুরুতেই জ্বলে উঠলেন। ব্রাজিলের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া নেইমারের জায়গায় এদিন খেলেন তার্কিশ এ মিডফিল্ডার। আর ম্যাচের ১০ মিনিটেই মেসির পাস থেকে দলের হয়ে লিড নিতে সক্ষম হন অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক এ তারকা। পরে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

সেভিয়া অবশ্য ম্যাচের ৩২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। বার্সা ফুটবলার স্যামুয়েল উমতিতি ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিসেন্তে আইবোরার শটটি গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো রুখে দিলে সমতায় ফেরা হয়নি জর্জ সাম্পাওলির শিষ্যদের।

বিরতির পর প্রথম মিনিটেই আবারও জ্বলে ওঠেন তুরান। দুর্দান্ত গোলে দলের লিড বাড়ানোর পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। আর নয় মিনিট পরেই সেভিয়াকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন বার্সার সেরা তারকা মেসি। লুকাস ডিগনের পাস থেকে অসাধারণ এক হেডের মাধ্যমে বড় জয় নিশ্চিত করেন অবসর ভেঙে আর্জেন্টিনায় ফিরে যাওয়া মেসি।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের (৫-০ অ্যাগ্রিগেট) জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা।

এদিকে লা লিগা মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল সেভিয়া। কারণ এ নিয়ে দুটি বড় শিরোপা হাতছাড়া করলো তারা। এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপে হার মানে দলটি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।