ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বারিধারার বিপক্ষে ফেনী সকারের সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বারিধারার বিপক্ষে ফেনী সকারের সহজ জয়

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারাকে উড়িয়ে দিয়েছে ফেনী সকার। উত্তর বারিধারাকে ৪-১ গোলে হারিয়েছে ফেনী সকার।

লিগে এটি সকারের দ্বিতীয় জয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৯ আগস্ট) দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে চমকে দিয়েছিল উত্তর বারিধারা। কিন্তু এরপর থেকে টানা হারের বৃত্তেই রয়েছে দলটি।

ম্যাচের দশম মিনিটে রোহিত সরকারের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। তবে, পরের মিনিটেই সমতায় ফেরে ফেনী সকার। একাদশ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড উচে ফেলিক্সের গোলে ম্যাচে ফেরে দলটি। খেলার ২৯ মিনিটের মাথায় প্রথমবারের মতো লিড নেয় তারা। অধিনায়ক আকবর হোসেন রিদনের গোলে ২-১ এ লিড নেয় ফেনী।

প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বারিধারা।

দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারার জালে তৃতীয়বারের মতো বল জড়ান চৌমরিন রাখাইন (৩-১)। ৫৭ মিনিটে রাখাইনের গোলে এগিয়ে যাওয়া ফেনী সকারের ব্যবধান বাড়াতে ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন উচে ফেলিক্স (৪-১)।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফেনী সকার। তবে, খেলার ৮২ ও ৮৩ মিনিটে পুরোপুরি ফাঁকা পোস্ট পেয়েও চৌমরিন বল গোলবারের ওপর দিয়ে তুলে দেন বাইরে। না হলে হ্যাটট্রিকটা পেয়েই যেতেন তিনি।

এই জয়ে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এল ফেনী সকার। অপরদিকে, সমান ম্যাচে এক জয় ও পাঁচ হারে উত্তর বারিধারার পয়েন্ট ৩। পয়েন্ট টেবিলে ১২ দলের মধ্যে এগারোতে বারিধারা। এটি তাদের টানা পঞ্চম পরাজয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।