ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আগুয়েরো-নোলিতোর জোড়া গোলে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আগুয়েরো-নোলিতোর জোড়া গোলে সিটির বড় জয় ছবি:সংগৃহীত

ঢাকা: সার্জিও আগুয়েরো ও নোলিতোর জোড়া গোলে স্টোক সিটির বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এ জয়ের ফলে মৌসুমের প্রথম দুই ম্যাচের পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো পেপ গার্দিওলার শিষ্যরা।

 

শনিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যানসিটিকে আতিথিয়েতা জানায় স্টোক। তবে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে দারুণ জয় তুলে নেয় সফরকারীরা।

আক্রমণে বিপক্ষকে ব্যস্ত রাখা সিটিজেনরা ম্যাচের ২৭ মিনিটে লিড নেয়। পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। আর নয় মিনিট পরে দলের লিড বাড়ানোর পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। কেভিন ডি ব্রুইনের সহায়তায় গোলটি করেন। পরে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতিহাদ স্টেডিয়ামের দলটি।

বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করে স্টোক। আর ম্যাচের ৪৯ মিনিটে স্বাগতিকদের দলীয় আক্রমণে সিটি ফুটবলার রাহিম স্টারলিং বাধা দিলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেই সঙ্গে পেনাল্টিও পায় স্টোক। আর পেনাল্টি থেকে দলের ব্যবধান কমান বোজান কিরকিচ।

এর পর খেলার গল্পটা সিটিজেনদেরই। একের পর এক আক্রমণ চালানো দলটি ৮৬ মিনিটে আবারও লিড বাড়ায়। কেলেচি এলহেনাচোর অ্যাসিস্ট থেকে স্কোর ৩-১ এ নিয়ে ‍যান নোলিতো। পরে রেফারি নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত আরও পাঁচ মিনিট যোগ করলে শেষ মিনিটে সফরকারীদের আবারও আনন্দে ভাষাণ স্প্যানিশ তারকা নোলিতো। এবারের গোলটিতে সহায়তা করেন স্টারলিং।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার ওপরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।