ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে একই রাতে নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে অর্সেনাল, প্যারিস সেন্ট জার্মেই ও নাপোলি। গ্রুপ ‘এ’তে বাসেলের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আর্সেনাল।
বুধবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বাসেলকে আমন্ত্রণ জানায় আর্সেনাল। তবে থিও ওয়ালকটে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। খেলার সাত ও ২৬ মিনিটে ইংলিশ তারকা এ স্ট্রাইকারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় গানাররা।
একই গ্রুপের অপর ম্যাচে লুদোগোরেটসের মাঠ স্টেডিয়ন ভাসিল লেভসকিতে আতিথিয়েতা নিতে যায় পিএসজি। কিন্তু ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। শুরুতেই অবশ্য নাতানায়েল পিমিয়েন্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ব্লাইসে মাতুইদির গোলে সমতা পায় পিএসজি। পরে খেলার দ্বিতীয়ার্ধে উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি জোড়া গোল করলে ৩-১ ব্যবধানে জয় পায় পিএসজি।
এদিকে গ্রুপ ‘বি’র ম্যাচে ঘরের মাঠ সান পাওলোতে বেনফিকাকে ৪-২ গোলে উড়িয়ে দেয় ইতালিয়ান জায়ান্ট নাপোলি। প্রথমার্দে মারেক হামসিকে গোলে লিড নেয় নাপোলি। আর দ্বিতীয়ার্ধে দ্রিস মার্টেনেসের জোড়া গোল ও আর্কাদিউস মিলিক একটি গোল করলে ৪-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে অবশ্য সফরকারী ফুটবলার গঞ্চালো গুয়েদেস ও তোতো সালভিও গোল করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নাপোলি।
গ্রুপ ‘এ’তে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে পিএসজি। অন্যদিকে গ্রুপ ‘বি’তে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস