ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সাজেদার হ্যাটট্টিকে ময়মনসিংহের টানা দ্বিতীয় শিরোপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
সাজেদার হ্যাটট্টিকে ময়মনসিংহের টানা দ্বিতীয় শিরোপা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

সাজেদা আক্তারের হ্যাট্টিকসহ চার গোলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখলো ময়মনসিংহ। জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রংপুরের মেয়েদের ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নের মুকুট পড়লো কোচ মকবুল হোসেনের শিষ্যরা।দলের হয়ে অপর দুটি গোল করেছেন রোজিনা ও আমেনা।

ঢাকা: সাজেদা আক্তারের হ্যাট্টিকসহ চার গোলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখলো ময়মনসিংহ।

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রংপুরের মেয়েদের ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নের মুকুট পড়লো কোচ মকবুল হোসেনের শিষ্যরা।

দলের হয়ে অপর দুটি গোল করেছেন রোজিনা ও আমেনা।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছে ময়মনসিংহের মেয়েরা। তাতে অবশ্য সফলও হয়েছে দলটি। কেননা, ম্যাচের ৬ মিনিটে রংপুর জালে বল ঠেলে দলকে ১-০’র লিড এনে দেন অধিনায়ক সাজেদা। এর ঠিক তিন মিনিট পরে আবার জালে বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাজেদা।

তবে, ১২ মিনিটে ফ্রি-কিক থেকে ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল রংপুর। কিন্তু ফ্রি-কিকটি লক্ষ্যভ্রষ্ট হলে সেই সুযোগ বঞ্চিত হয়, কোচ শামীম খানের দল।

রংপুর সুযোগ হাত ছাড়া করলেও ময়মনসিংহ একেবারেই তা করনি। কেননা, ৩১ মিনিটে রোজিনা রংপুর জালে বল জড়িয়ে দলকে ৩-০ তে এগিয়ে দিয়ে যান প্রথমার্ধের বিরতিতে।

বিরতি থেকে ফিরে আরও ধারালো খেলা উপহার দিতে থাকে ময়মনসিংহ। ম্যাচের বয়স যখন ৪১ মিনিট তখন তৃতীয়বারের মত জ্বলে উঠে স্কোর লাইন ৪-০ তে নিয়ে যান সাজেদা। আর তুলে নেন নিজের হ্যাটট্টিক।

এরপর, ৫০ মিনিটে আমেনা ও ম্যাচ শেষের ৬ মিনিট আগে সাজেদা আবার গোল করলে ৬-০ এর বড় ব্যবধানে জয় নিয়ে শিরোপা ধরে রাখার আনন্দে আত্মহারা হয়ে মাঠ ছাড়ে ময়মনসিংহের অপ্রতিরোধ্য মেয়েরা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।