ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষে থাকা চেলসির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
শীর্ষে থাকা চেলসির হোঁচট চেলসির হোঁচট-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসিকে রুখে দিল বার্নলির মতো দুর্বল দল। নিজেদের মাঠে শক্তিশালী ব্লুজদের ১-১ গোলে আটকে দেয় স্বাগতিকরা। তবে এ ড্রয়ের পরও ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষেই রয়েছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

রোববার রাতে টাফ্র মুরে চেলসিকে আতিথিয়েতা জানায় বার্নলি। তবে ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রোর গোলে লিড পায় দলটি। কিন্তু ২৪ মিনিটে রবি ব্র্যাডির দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে বার্নলি। আর সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। অপরদিকে কিছুটা রক্ষণাত্মক খেললেও মাঝে মধ্যে সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকও করে বার্নলি। কিন্তু খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোলের দেখা না মিললে ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

এ ড্রয়ের পর ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে চেলসি। দুইয়ে থাকা টটেনহাম হটস্পার সমান ম্যাচে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। আর বার্নলি ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১২তমস্থানে আছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।