ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির সুযোগ্য উত্তরসূরি নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
মেসির সুযোগ্য উত্তরসূরি নেইমার লিওনেল মেসি ও নেইমার/ছবি: সংগৃহীত

নেইমারের ভূয়সী প্রশংসা করেছেন সেভিয়ার আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। তার চোখে, বার্সেলোনায় লিওনেল মেসির সুযোগ্য উত্তরসূরি ব্রাজিলিয়ান সেনসেশন। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত লিগ ম্যাচটিতে গোল না পেলেও নেইমারের পারফরম্যান্স ছিল নজরকাড়া।

এক ম্যাচের নিষেধাজ্ঞা (হলুদ কার্ড) কাটিয়ে ফিরেই সেভিয়ার বিপক্ষে জোড়া গোল উদযাপনে মাতেন মেসি। শুরুটা করেন লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধ ছিল গোলশূন্য। ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন ২৫ বছর বয়সী নেইমার। বার্সার জার্সিতে তাকে মেসির জায়গায় বিবেচনা করা হচ্ছে, যিনি আগামী জুনে ৩০-এ পা রাখবেন।

সাম্পাওলির বিশ্বাস সাবেক সান্তোস তারকা তর্কসাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছ থেকে দায়িত্ব নিতে প্রস্তুত, ‘আমি নেইমারকে তার খেলার জন্য অভিনন্দন জানাই। আমি তার প্রশংসা করি। সে মেসির সুযোগ্য উত্তরসূরি এবং বড় কিছুর জন্য সঠিক পথেই রয়েছে। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।