ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

লিভারপুলের জার্সিতে ফিরছেন জেরার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, এপ্রিল ২০, ২০১৭
লিভারপুলের জার্সিতে ফিরছেন জেরার্ড স্টিভেন জেরার্ড-ছবি:সংগৃহীত

লিভারপুলের আইকনিক লাল জার্সিতে আবারও মাঠে ফিরছেন দলটির কিংবদন্তি স্টিভেন জেরার্ড। আগামী মে মাসে অস্ট্রেলিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

জেরার্ড ছাড়াও জেমি ক্রেগহার, ড্যানিয়েল অ্যাগার ও স্টেভ ম্যাকম্যানাম্যানও অলরেডসদের এই দলে খেলবেন। আগামী মাসে এ-লিগের দল সিডনি এফসি’র ১২ বছর উদযাপন উপলক্ষে তাদের বিপক্ষে খেলবে লিভারপুল।

এর আগে গত বছরের নভেম্বরে লিভারপুলের বুট জোড়া তুলে রাখেন জেরার্ড। ক্লাবের খবর অনুযায়ী দলের অনূর্ধ্ব-১৮ দলের কোচ হয়ে ফিরছেন তিনি। তার আগে ফিলিপ কোতিনহো ও রবার্টো ফিরমিনোর মতো বর্তমান তারকাদের সতীর্থ হবেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বর্তমান অবস্থান তৃতীয়। দলের ছয় ম্যাচ বাকি রয়েছে। যেখানে চতুর্থ দল হিসেবেও শেষ করতে পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে ইয়র্গান ক্লপের শিষ্যদের। আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।