ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘গোলমেশিন’ ইব্রার মৌসুম শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, এপ্রিল ২২, ২০১৭
‘গোলমেশিন’ ইব্রার মৌসুম শেষ! ‘গোলমেশিন’ ইব্রার মৌসুম শেষ!-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের। ইনজুরিতে ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন তিনি, এমনটি জানা যায়নি।

তবে ইতালিয়ান একটি পত্রিকা জানিয়েছে পায়ের লিগামেন্টে গুরুতর সমস্যা হওয়ার কারণে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ‘গোলমেশিন’ খ্যাত এই সুইডিশের।

গত বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে ২-১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে হোসে মরিনহোর শিষ্যরা।

তবে সে ম্যাচের দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে মাঠে নামেন অ্যান্থোনিও মার্শাল।

এদিকে ইব্রার ইনজুরিতে চিন্তার ভাঁজ পড়েছে মরিনহোর কপালে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে শেষ চার দল হয়ে শেষ করতে পারবে কিনা ম্যানইউ, তা নিয়ে শঙ্কা রয়েছে। চলতি মৌসুমেই প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিয়েছিলেন ইব্রা। আর এখন পর্যন্ত দলের হয়ে ৪৬ ম্যাচে ২৮টি গোল করেছেন তিনি। যেখানে নয়টি অ্যাসিস্টও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।