ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ভারী বৃষ্টিতে দুই ম্যাচ পণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, এপ্রিল ২৪, ২০১৭
ভারী বৃষ্টিতে দুই ম্যাচ পণ্ড ভারী বৃষ্টিতে দুই ম্যাচ পণ্ড

অতিরিক্ত বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের নির্ধারিত দুটি ম্যাচ পণ্ড হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি।

সোমবার চূড়ান্ত পর্বে বরিশাল-সাতক্ষীরা ও চট্টগ্রাম-সিলেট দুটি ম্যাচ গুলিস্তানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

এ দুটি ম্যাচই (২৫ এপ্রিল) পুননির্ধারণ করা হয়েছে।

দুটি ম্যাচই মঙ্গলবার (২৬ এপ্রিল) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বের বাকি সব ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক বিবৃতিতে এসব জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।