ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের সেমিতে ছিটকে গেছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, এপ্রিল ২৫, ২০১৭
চ্যাম্পিয়নস লিগের সেমিতে ছিটকে গেছেন বেল গ্যারেথ বেল/ছবি: সংগৃহীত

মৌসুম জুড়েই ইনজুরির সঙ্গে লড়ছেন গ্যারেথ বেল। সবশেষ বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে পেশীর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা। এবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ছিটকে গেছেন।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বেল।

মে মাসের মাঝামাঝি সময়ে ফিটনেস ফিরে পেতে পারেন। অর্থাৎ, অ্যাতলেতিকোর বিপক্ষে সেমির দুই লেগই মিস করবেন ২৭ বছর বয়সী এ উইঙ্গার।

লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ঘরের মাঠেই ৩-২ গোলে হারের লজ্জায় ডোবে জিনেদিন জিদানের রিয়াল। প্রথমার্ধের ৩৯ মিনিটে পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন বেল। অথচ, এল ক্লাসিকো দিয়েই তিনি ফিটনেস সমস্যা কাটিয়ে খেলায় ফিরেছিলেন! এর আগে বায়ার্ন মিউনিখের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইনজুরি আক্রান্ত হওয়ার পর টানা দুই ম্যাচ দলের বাইরে থাকেন।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি বেশ কয়েকটি লিগ ম্যাচ মিস করবেন বেল। আগামী ২ মে (মঙ্গলবার) সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেতিকোকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসরা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। আটদিন পর ভিসেন্তে কালদেরনে একই সময়ে ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।