ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জয় বঞ্চিত জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৫, এপ্রিল ২৯, ২০১৭
জয় বঞ্চিত জুভেন্টাস ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে জয় বঞ্চিত হলো বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আটলান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শীর্ষস্থানীয় দলটি। তবে ড্র করেও পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে জুভিরা।

এদিন আটলান্টার মাঠ স্তাদিও অ্যাটলেটি ডি’ইটালিয়াতে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। তবে ম্যাচের ৪৫ মিনিটে আন্দ্রেয়া কোন্তির গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস।

কিন্তু বিরতির পর ৫০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার আত্মঘাতি গোলে সমতা পায় সফরকারীরা।

৮৩ মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের গোলে লিড পায় জুভেন্টাস। কিন্তু ম্যাচে নির্ধরিত সময়ের এক মিনিট আগে রেমো ফ্রেউলের গোলে ড্র করে মাঠ ছাড়ে আটলান্টা।

৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। আর সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আটলান্টা।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।