ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রিয়ালের ঘুম হারাম করতে চান সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, এপ্রিল ৩০, ২০১৭
রিয়ালের ঘুম হারাম করতে চান সুয়ারেজ শিরোপা রেসে রিয়ালের ঘুম হারাম করতে চান সুয়ারেজ/ছবি: সংগৃহীত

লুইস সুয়ারেজ নৈপুণ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরে বার্সেলোনা। লা লিগায় মৌসুমের শেষদিকে এসে শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বিদের চাপের উপর রাখতে চান উরুগুইয়ান ‘গোলমেশিন’।

বার্সার হাতে আর তিনটি ম্যাচ বাকি। রিয়ালের চারটি।

এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে অবস্থান করছে গ্যালাকটিকোরা। কাতালানরা সবকটি ম্যাচ জিতলেও লস ব্লাঙ্কসদের পয়েন্ট খোয়ানোর ওপরই তাদের ভাগ্য নির্ভর করছে!

৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট বার্সার। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা রিয়াল। ১০ পয়েন্ট পিছিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ।

সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষদিকের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে জিনেদিন জিদানের শিষ্যরা। সেটা ছিল সাময়িক। সুয়ারেজের জোড়া গোলে এসপানিওলের মাঠে ৩-০ ব্যবধানের জয়ে আবারো নাম্বার ওয়ান পজিশনে লুইস এনরিকের বার্সা।

দু’দল বাকি সব ম্যাচ জিতলে তিন পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা উঠবে রিয়ালের হাতে। তাই শিরোপা রেসে প্রতিদ্বন্দ্বিদের অস্বস্তিতে রাখার মধ্য দিয়ে তাদের হোঁচট খাওয়ার আশা করছেন সুয়ারেজ, ‘আমাদের অবশ্যই জেতার চেষ্টা করতে হবে এবং মাদ্রিদের ওপর চাপ অব্যাহত রাখার বিকল্প নেই। দেখা যাক কী হয়। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।