ম্যানইউতে ১৩ বছর কাটিয়ে গত মাসে শৈশবের ক্লাব এভারটনে ফিরে যান রুনি। রেড ডেভিলসদের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে ২৫৩টি গোল।
কেউ এই মর্যাদাপূর্ণ রেকর্ড ছাড়িয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নে রুনির ভাষ্য, ‘আপনি কখনোই জানেন না, যদি তারা মেসি বা রোনালদোর মতো কাউকে পায় সেক্ষেত্রে রেকর্ড ভেঙে যেতে পারে! কিন্তু আমি মনে করি বর্তমান ফুটবলে খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে একটি ক্লাবে থাকার ঝোঁকটা কম। একটিমাত্র দিক থেকেই আমি একে হুমকিতে দেখছি, যদি কেউ একই সময় যাবৎ থেকে যায় যেটি আমি করেছি। ’
‘আমার নামের পাশে এমন একটি অর্জন রেখে আসতে পারাটা চমৎকার ছিল। অসাধারণ সব স্মতি সঙ্গী করে ইউনাইটেড ছেড়েছি। ক্লাবের জন্য এটি একটি সফল সময় ছিল এবং এটা আমার কাছে গ্রেট। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা সময় ছিল এবং আমার অনুভূতি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ’-যোগ করেন রুনি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ৭ আগস্ট, ২০১৭
এমআরএম