চিলির বিপক্ষে কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের পর র্যাংকিংয়ে জার্মানি নিজেদের শীর্ষে তুলেছিল। এক মাস না পেরুতেই ব্রাজিলকে জায়গা ছেড়ে দিতে হলো জার্মানদের।
মেসির আর্জেন্টিনা আগের অবস্থানে। কোনো অবনমন না হলে আর্জেন্টাইনদের জায়গা তিন নম্বরে। গত কনফেডারেশন্স কাপের ফাইনালে খেলা অ্যালেক্সিজ সানচেজের চিলি আগের অবস্থানে (৭)।
একধাপ করে এগিয়ে চার ও পাঁচ নম্বরে সুইজারল্যান্ড-পোল্যান্ড। কনফেডারেশন্স কাপে দারুণ পারফর্ম করে সেমিফাইনালে খেলা রোনালদোর পর্তুগাল দুইধাপ নেমে চলে গেছে ছয় নম্বরে। আট, নয় ও দশ নম্বরে যথাক্রমে কলম্বিয়া, বেলজিয়াম ও ফ্রান্স। কলম্বিয়ার আগের জায়গা নড়চড় না হলেও একে অন্যের জায়গা বদল করেছে বেলজিয়াম-ফ্রান্স।
আগের মাসে র্যাংকিংয়ে ১৯০তম অবস্থানে ছিল বাংলাদেশ। একধাপ উন্নতি হয়েছে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা বাংলাদেশের (১৮৯)।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৭
এমআরপি