ব্রাজিলের বাড়ি থেকেই তার বিস্ফোরক অভিযোগ, ‘চেলসি আমার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করতে চেয়েছিল। ’
ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলের কাছে চেলসির হারের পর সমর্থকরা কস্তা ফেরাও দাবি তুলে দিয়েছেন ইতিমধ্যেই।
শুধু চেলসিই নয়। কস্তা ব্রাজিল থেকে তোপ দেগেছেন চেলসি কোচ আন্তোনিও কোন্তেকেও। তার কথায়, ‘কোন্তেই এসএমএস পাঠিয়ে বলেছিলেন, তিনি আমাকে টিমে চান না। ওই এসএমএস আমি যত্ন করে রেখে দিয়েছি। ম্যানেজার নিজেই যখন আমাকে চান না, তা হলে আমি আর চেলসিতে ফিরব কেন? আমি নিজের থেকে ক্লাব ছাড়তে চাইনি। তাই আশা করব, চেলসি আমাকে রিলিজ করে দেবে। আর কন্তে ম্যানেজার হিসেবে মোটেও আকর্ষণীয় নন। ফুটবলারদের সঙ্গে সর্বদা একটা দূরত্ব রেখে চলেন। ’
কোন্তেকে নিয়ে কস্তা এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেছেন, ‘জানুয়ারিতেই আমার সঙ্গে চুক্তি নবায়ন করার জন্য বসার কথা ছিল চেলসি কর্তাদের। কিন্তু ম্যানেজারই প্রভাব খাটিয়ে তা বন্ধ করে দেন। আমি চেলসি ডিরেক্টর মারিয়া গ্র্যানোভাস্কাইয়াকে বলে দিয়েছি, রিলিজ করে দেওয়ার জন্য। কারণ আমি অ্যাতলেটিকো মাদ্রিদে খেলতে চাই। ’
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস