ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা অধ্যায়ের ইতি টানেন নেইমার। যা আগের সর্বোচ্চ ট্রান্সফারের দ্বিগুণেরও বেশি।
নেইমারের দলবদল ট্রান্সফার উইন্ডোতে সুদূরপ্রসারী প্রভাবই ফেলছে। মেসির বাইআউট ক্লজও (ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইলে কমপক্ষে এ পরিমাণ অর্থ দিতে হবে) কেউ দিতে পারে বলে অভিমত গার্দিওলার। যিনি একসময় বার্সার অন্যতম সফল কোচ ছিলেন।
কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হলেও এখনো অফিসিয়ালি চুক্তিপত্রে সই করেননি ত্রিশ বছর বয়সী মেসি। এ পরিস্থিতিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রিমিয়ার লিগে আনার জন্য গার্দিওলার ম্যানসিটির কথা শোনা যাচ্ছে। মেসির নতুন চুক্তিতে সই করাটা সময়ের ব্যাপার
২২২ মিলিয়ন ইউরোতে নেইমারের পিএসজিতে যাওয়ার পর মেসির বাইআউট ক্লজ সক্রিয় হওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে গার্দিওলার প্রতিক্রিয়া, ‘আমি জানি না। কেউ হয়তো থাকতে পারে যদি তাদের অর্থ থাকে এবং তা বিনিয়োগ করতে চায়। এটা হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমআরএম