আগেই ৩২টি দলও ঠিক ছিল। এবার আসরটির ড্র অনুষ্ঠিত হলো।
গ্রুপ ভাগ করার জন্য চারটি ‘পট’ করা হয়েছিল। যেখানে এক একটি পটে ছিল আটটি করে ক্লাব। শীর্ষ বাছাই আটটি দলকে নিয়ে আটটি গ্রুপ করা হয়। সেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দুই নম্বর পট থেকে একটি করে দল বেছে নিয়ে আটটি গ্রুপে যোগ হয়।
ড্র শেষে গ্রুপ ‘এ’: বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি বাসেল ও সিএসকেএ মস্কো।
গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট ও সেল্টিক।
গ্রুপ ‘সি’: চেলসি, অ্যাতলেতিকো মাদ্রিদ, রোমা ও কোয়ারাবাগ।
গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকোস ও স্পোর্টিং লিসবন।
গ্রুপ ‘ই’: স্পারতাক মস্কো, সেভিয়া, লিভারপুল ও মারিবোর।
গ্রুপ ‘এফ’: শাখতার দোনেস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি ও ফেয়েনোর্ড।
গ্রুপ ‘জি’: মোনাকো, পোর্তো, বেসিকতাস ও লিগজিগ।
গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম ও অ্যাপোয়েল।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি