ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের দীর্ঘ আধিপত্যই দেখছেন ফার্গুসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
রিয়ালের দীর্ঘ আধিপত্যই দেখছেন ফার্গুসন ছবি: সংগৃহীত

উয়েফা কোচদের অ্যাম্বাসেডর স্যার অ্যালেক্স ফার্গুসনের বিশ্বাস বর্তমান ইউরোপিয়ান ও লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের আধিপত্য থাকবে আরও কয়েক মৌসুম। চ্যাম্পিয়নস লিগের শেষ চারটি আসরের তিনটিই জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। এবার রেকর্ড হ্যাটট্রিক শিরোপা মিশনে চোখ রাখছে জিনেদিন জিদানের শিষ্যরা।

অভিজ্ঞ আর উঠতি তরুণদের সমন্বয়ে বর্তমানে অসাধারণ এক দলে পরিণত রিয়াল। উদীয়মানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখ এখন স্পেনের মার্কো অ্যাসেনসিও।

যাকে এখনই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি ভাবা হচ্ছে।

সামনে মৌসুমগুলোতে রিয়ালেরই আধিপত্য দেখছেন ফার্গুসন। সুইজারল্যান্ডের নিওনে ইউরোপের শীর্ষ কোচদের একত্রিত হওয়ার প্রোগ্রামে গ্যালাকটিকোদের নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং কিংবদন্তি।

ফার্গুসন বলেন, ‘অন্যদের শিরোপা জয়ের কাজটা খুবই কঠিন করে তুলেছে রিয়াল মাদ্রিদ। যদি তারা পরবর্তী তিন বা চার মৌসুম ঐক্যবদ্ধ থাকতে পারে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।