ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ফুটবল

লিপজিগকে হারিয়ে শীর্ষে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, অক্টোবর ২৯, ২০১৭
লিপজিগকে হারিয়ে শীর্ষে বায়ার্ন ছবি:সংগৃহীত

লিপজিগকে ২-০ গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় শীর্ষে চলে এলো বায়ার্ন মিউনিখ। যদিও ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে লিপজিগ। বায়ার্নের হয়ে একটি করে গোল করেন জেমস রদ্রিগেজ ও রবার্ট লেভান্ডভস্কি।

শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ১৩ মিনিটে অতিথিদের জার্মান ডিফেন্ডার বিলি অরবানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

১৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কলম্বিয়ার মিডফিল্ডার রদ্রিগেজ। আর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডভস্কি।

১০ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ২৩। বুরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ২০। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে লিপজিগ।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।