ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফিরলো ম্যানসিটি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানসিটির দু’টি গোলই আসে সেটপিস থেকে। ৪৩ মিনিটে লিড এনে দেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা।

প্রথমার্ধের যোগ করা সময়েই রেড ডেভিলসদের সমতায় ফেরান উদীয়মান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বিরতির পর ৫৪ মিনিটে নায়ক বনে যান আর্জেন্টাইন সেন্টারব্যাক নিকোলাস ওটামেন্ডি। হোম ভেন্যুতে শেষ পর্যন্ত আর ম্যাচ বাঁচাতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা।

ছবি: সংগৃহীতএদিকে ১৬তম রাউন্ডে আর্সেনালের পর লিভারপুলও ড্রয়ের ফলাফলে হোঁচট খেয়েছে। সাউদাম্পটনের মাঠে ১-১ গোলে আর্সেনাল ও অ্যানফিল্ডে ৭৭ মিনিটে ওয়েইন রুনির পেনাল্টিতে অল রেডসদের সমান ব্যবধানে রুখে দেয় এভারটন। এর আগে ওয়েস্টহামের কাছে ১-০ তে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টোক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে টটেনহাম।

পয়েন্ট টেবিলে অপরাজেয় (১৫ জয়, ১ ড্র) ম্যানসিটির লিড বেড়ে দাঁড়িয়েছে ১১। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। ৩ পয়েন্ট পিছিয়ে তিনে চেলসি। ৩০ পয়েন্টে চার নম্বরে লিভারপুল। ২৯ পয়েন্টে পাঁচে আর্সেনাল। ছয়ে টটেনহাম (২৮)।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।