ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাতীয় দল বেনজেমার জন্য ‘শেষ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৮
জাতীয় দল বেনজেমার জন্য ‘শেষ’ করিম বেনজেমা। ছবি: সংগৃহীত

২০১৫ সালের পর ফ্রান্স জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি স্ট্রাইকার করিম বেনজেমাকে। মূলত সতীর্থ ভালবুয়েনার সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এরপর আর দলে ফেরার সুযোগ হয়নি তার।

জাতীয় দলে ফেরার যতটুকু আশা ছিল, তাও এবার শেষ হয়ে গেলো। এক কথায় বেনজেমার জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ করে দিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট।

আরএমসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এফএফএফ প্রেসিডেন্ট বলেন, ‘আমি তার (বেনজেমা) সম্পর্কে কখনই বাজে কিছু বলিনি। বরং আমিই একমাত্র লোক যে ধারাবাহিকভাবে স্বীকার করে এসেছি, সে একজন দারুণ খেলোয়াড়। কিন্তু ফ্রান্স জাতীয় দল তার জন্য শেষ। আমি এর আগে কখনও ওভাবে বলিনি। ’

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও পেরু। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপই বেনজেমার জন্য শেষ বিশ্বকাপ হিসেবে লেখা থাকলো।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।