ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ তিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ তিতে কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ তিতে-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে সমর্থকদের হতাশ করেছে ব্রাজিল। সবচেয়ে ফেভারিট দল হয়েও কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয় সেলেকাওদের। তবে এমন বাজে ফলাফলের পরও কোচকে ছাঁটাই না করে আরও সম্মানীত করলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচ তিতের সঙ্গে চুক্তি করা হয়েছে।

তিতের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি সেরেছে সিবিএফ। এ ব্যাপারে সংস্থাটির নির্বাহী পরিচালক রোজারিও কাবোকলো বলেন, ‘আমরা বিশ্বাস করি নিবিড় পরিকল্পনা ও সম্পাদনের মাধ্যমে ব্রাজিল ফুটবল সাফল্য পাবে।

এর আগে ২০১৬ সালের জুনে ব্রাজিলের কোচের পদে নিয়োগ পান তিতে। তার অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলে দুর্দান্ত করে হলুদ জার্সিধারীরা। রেকর্ড টানা ৯ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে রাশিয়া আসরে সুযোগ পায় ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।