রোববার বার্নলির মাঠ টার্ফ মুরে আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। খেলতে থাকে আধিপত্য বিস্তার করে।
দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান আরও বাড়াতে পারতো সফরকারীরা। কিন্তু ৬৯ মিনিটে পল পগবার পেনাল্টি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক জো হার্ট।
বিরতির পর বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরেই লাল কার্ড দেখেন মার্কাস রাশফোর্ড। প্রতিপক্ষের ব্র্যাডসলিকে মাথা দিয়ে গুতো মারলে রেফারি তাকে মাঠ থেকে বের করে দেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্য দেখলেন তিনি।
১০ জনের দল হলেও ম্যানইউ শিবিরে ফাটল ধরাতে পারেনি বার্নলি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
চার ম্যাচে দুই জয় ও সমান হারে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০-এ রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস