আর তুরিনের ওল্ড লেডিদের দলে যোগ দিয়ে এবার রোনালদো তার সময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসিকে ইতালিতে খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এই দুই তারকাই এবার বাদ দিয়ে গত ১০ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাঁচবার করে ভাগাভাগি করেছেন।
এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমি তাকে (মেসি) ইতালিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশাকরি আমার মতো সেও এই চ্যালেঞ্জ গ্রহন করবে। তবে সে যদি সেখানে ভালো থাকে, আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাবো। ’
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে ৯টি মৌসুম কাটান রোনালদো। যেখানে বার্সেলোনার মহাতারকা মেসির সঙ্গেই তার মূল প্রতিযোগিতা হতো।
রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সে কী মেসিকে মিস করেন। জবাবে আর্জেন্টাইন অধিনায়ককে কিছুটা খোঁচা দিয়ে সিআর সেভেন বলেন, ‘না, তবে মনে হয় সে আমাকে মিস করে। ’
‘আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল ও আমার দেশের হয়ে খেলেছি। তবে সে এখনও স্পেনে। হয়তো তার আমাকে আরও প্রয়োজন। আর আমার কাছে জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি ও আমি মানুষকে খুশি করাতে আনন্দ পাই। ’
৩১ বছর বয়সী রোনালদো অবশ্য মেসির প্রশংসা করতে ভুললেন না। , ‘সে অসাধারণ একজন খেলোয়াড় ও ভালো মানুষ, তবে আমি এখানের কিছুই মিস করতে চাই না। এটা আমার নতুন জীবন ও আমি দারুণ আছি। ’
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস