ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল গোলের পর শেখ রাসেলের খেলোয়াড়দের উল্লাস

গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে পা রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বুধবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। প্রথম গোলটি আসে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের পা থেকে।

গোল খেয়ে খেলায় ফিরবে কি, উল্টো মিনিট তিনেক পর নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের কোনাকুনি শটে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ শানিয়েও গোলের দেখা পাননি চট্টগ্রাম আবাহনীর মোমেদু শাহ, মাগালান আওয়ালা ও মোনায়েম খান রাজুরা। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ প্রথম কোয়ার্টার ফাইনালে আরামবাগকে হারিয়ে শীর্ষ চারে উঠে আসা ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।