ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউকে গুঁড়িয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ম্যানইউকে গুঁড়িয়ে শীর্ষে ফিরলো লিভারপুল শীর্ষে ফিরলো লিভারপুল-ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই ঐতিহ্য আর নেই। নেই হোসে মরিনহোর ‘স্পেশাল ওয়ান’ কৌশল। এই দুইয়ের অধারাবাহিকতায় লিভারপুলের কাছে উড়ে গেল ম্যানইউ। ঘরের মাঠ অ্যানফিল্ডে রেড ডেভিলসদের ৩-১ গোলে হারিয়ে ও ম্যানচেস্টার সিটিকে হটিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরলো ইয়র্গান ক্লপের শিষ্যরা।

রোববার ২৪ মিনিটে সাদিও মানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লিভারপুল। ফ্যাবিয়ানের বাড়ানো বলে ভল্যি করে গোল করেন এই তারকা স্ট্রাইকার।

তবে ৩৩ মিনিটে লিভারপুল গোলরক্ষক অ্যালিসনের ভুলে জেসে লিংগার্ড গোল করলে সমতা পায় ম্যানইউ।

পুরো ম্যাচে দাপট দেখানো লিভারপুল দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে। এরই সুবাদে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যানইউকে ম্যাচ থেকে ছিটকে দেন জাদরান শাকিরি। দুটি গোলই সৌভাগ্যগুণে আদায় করে নেন এই সুইস তারকা।

লিগে শীর্ষে ফেরা লিভারপুল ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট অর্জন করেছে। ম্যানচেস্টার সিটি ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।