ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

মরিনহোকে বহিষ্কার করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
মরিনহোকে বহিষ্কার করলো ম্যানইউ মরিনহোকে বহিষ্কার করলো ম্যানইউ-ছবি: সংগৃহীত

দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচের পদ থেকে হোসে মরিনহোকে বহিষ্কার করলো ম্যানচেষ্টার ইউনাইটেড। সর্বশেষ লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ৩-১ গোলে হেরে যাওয়াই কাল হয়েছে এই পর্তুগিজের।

চলতি মৌসুমে শুরু থেকেই মরিনহোর অধীনে বাজে খেলছিল এক সময়ের প্রতাপশালী দল ম্যানইউ। যেখানে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে সেরা চারের বাইরে রয়েছে।

এছাড়া শেষ ছয় লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।

সাবেক রিয়াল মাদ্রিদ বস মরিনহোর এবারের মৌসুমে সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল দলে কোনো ডিফেন্ডারকে না ভেড়ানো। সেই সাথে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে খারাপ সম্পর্ক তো রয়েছেই।

এর আগে চেলসি ছেড়ে ২০১৬ সালে ম্যানইউতে কোচ হিসেবে যোগ দেন মরিনহো। তবে তার সময়ে ২০১৬-১৭ মৌসুমে ইএফএল কাপ, ২০১৬ সালে এফএ কমিউনিটি শিল্ড ও ২০১৬-১৭ মৌসুমে উয়েফা ইউরোপা ইউরোপা লিগ যেতে রেড ডেভিলসরা। তবে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগে সেরাটা দেখাতে পারেনি ঐতিহ্যবাহী দলটি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।