ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

হেরেও কোপার শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
হেরেও কোপার শেষ আটে রিয়াল রিয়াল মাদ্রিদের হার। ছবি: সংগৃহীত

প্রথম লেগে ৩-০ গোলের ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় লেগে লেগানেসের মাঠ থেকে ১-০ গোলের ব্যবধানে হার নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে হারের পরও কোপা দেল রের শেষ আটে খেলার যোগ্যতা রাখছে রিয়াল। দুই লেগে মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকার ফলেই বিপদ হয়নি লস ব্লাঙ্কোসদের।

লেগানেসের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিস ফরোয়ার্ড মার্টিন ব্রেইথওয়েট। গোল মুখে রিয়ালের এলোমেলো হয়ে যাওয়ার সুযোগটিই নেন তিনি।

তবে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি।

গেলো বছরের শেষ দিকে রিয়ালের দায়িত্ব পর সব ধরনের প্রতিযোগিতায় এটি সোলারির চতুর্থ হার। দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘এটা ছিল দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে। আমরা পরের রাউন্ডে উঠেছি, কয়েকজন খেলোয়াড়ের সুযোগ পাওয়ার দরকার ছিল। কিন্তু আমরা ভালো খেলিনি। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।