বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৮ জানুয়ারি) শেখ জামালের বিপক্ষে ১-০ গোলে জেতে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকেন অস্কার ব্রুজোনের শিষ্যরা।
ম্যাচের ১৩ মিনিটে কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনদ্রেসের শট শেখ জামালের গোল পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোলবঞ্চিত হয় বসুন্ধরা কিংস। এরপর ২৫ মিনিটে সুযোগ নষ্ট করে শেখ জামালও। এবার সলোমন কিংয়ের বাড়ানো বল সুবিধাজনক স্থানে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
ম্যাচের একমাত্র গোলটি পেতে ৬৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় বসুন্ধরা কিংসকে। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা কলিনদ্রেসের কাট ব্যাক থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে একমাত্র গোলটি এনে দেন দি সিলভা।
গোল পাওয়ার পর আরও বেশি আক্রমণ শানাতে থাকে বসুন্ধরা কিংস। দি সিলভার বানিয়ে দেওয়া বল ডি-বক্সে পেয়েও অল্পের জন্য গোল মিস করেন কলিনদ্রেস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে কলিনদ্রেসের নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম।
এদিকে দিনের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আবাহনী লিমিটেডও।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমএইচএম