বার্সার জন্য অবশ্য ভালো-খারাপ দুটি সংবাদই আছে। গত আসরে সেভিয়ার বিপক্ষে ফাইনাল খেললেও, শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন মেসি-সুয়ারেজরা।
কিন্তু সেভিয়া স্প্যানিশ দল হিসেবে বরাবরই শক্তিশালী। এছাড়া এই মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলে তিনে রয়েছে তারা।
এদিকে স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ তুলনামূলক কম শক্তির দল জিরোনার সঙ্গে কোয়ার্টারে খেলবে। যেখানে গেটাফের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ও এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল বেটিস। শেষ আটের ম্যাচে দুটি লেগ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস