বুধবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটে মিডফিল্ডার জাফর ইকবালের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। জামাল ভুইয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নেন জাফর।
দলের দ্বিতীয় গোলেও সরাসরি অবদান রাখেন জাফর। এবার তার বাড়ানো ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা।
ম্যাচের তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করে দলকে বড় জয় পাইয়ে দেন রাশিয়ার ফরোয়ার্ড দেনিস বলশেকভ।
আগের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করা শেখ জামাল আছে পয়েন্ট টেবিলের ছয়ে। ৯ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ৩ হার নিয়ে ১২ পয়েন্ট শেখ জামালের।
অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয় ও ২ ড্র ও ১ হার নিয়ে চারে থাকা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৭।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমএইচএম