২০১৮-১৯ মৌসুমে সিরি’আ লিগে ইন্টার মিলানের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইকার্দি। করেছেন ১১ গোল।
অন্যদিকে গত মৌসুমে তুরিনে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় ঢাকা পড়েছিলেন দিবালা। ৩০ ম্যাচে করেছেন মাত্র পাঁচ গোল। তাতেও স্কালোনির দলে জায়গা পেয়েছেন এই জুভেন্টাস ফরোয়ার্ড।
জায়গা পেয়েছেন সার্জিও আগুয়েরোও। কুন (ডাকনাম) অবশ্য ম্যানচেস্টার সিটিকে সাহায্য করেছেন ঘরোয়া ট্রেবল জেতাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ৩৩ ম্যাচে করেছেন ২১ গোল। রাশিয়া বিশ্বকাপের পর এই প্রথম লা আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা পেয়েছেন আগুয়েরো।
কোচ স্কালোনির দলের অধিনায়ক থাকছেন লিওনেল মেসি। বার্সেলোনা ফরোয়ার্ড দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন। সব প্রতিযোগিতা মিলে করেছেন ৫০ গোল। লা লিগায় ৩৪ ম্যাচে করেছেন ৩৬ গোল। কাতালাদের টানা দ্বিতীয়বারের মতো এনে দিয়েছেন লা লিগা শিরোপা। স্প্যানিশ লিগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়ার পর নির্বাসনে চলে গিয়েছিলেন মেসি। দীর্ঘ ৯ মাসের বিরতি শেষে ফিরেছিলেন মার্চে। কিন্তু বার্সা অধিনায়কের প্রত্যাবর্তনটা রাজকীয় হয়নি। ভেনেজুয়েলার কাছে মেসির আর্জেন্টিনা হেরে যায় ৩-১ ব্যবধানে।
লাতিন আমেরিকার ফুটবল যজ্ঞ কোপা আমেরিকা শুরু হবে ১৪ জুন। আসরের পর্দা নামবে ৭ জুলাই। এবারের আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল।
এবার গ্রুপ ‘বি’তে খেলবে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি।
কোপাতে গত দুই আসর ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কিন্তু গত দু’বারই তাদের শিরোপা স্বপ্ন ভেঙে দিয়েছে চিলি।
আর্জেন্টিনার ২৩ সদস্যের মূল স্কোয়াড:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্টিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্তাবেন আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)
রক্ষণভাগ: হুয়ান ফইত (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), রেঞ্জো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং লিসবন), মিল্টন কাসকো (রিভার প্লেট)
মিডফিল্ডার: লিন্দ্রো পেরেদস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এ্যাজেকুইয়েল প্যালাসিওস (রিভার প্লেট), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেস), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি)
আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লওরাতো মার্টিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
ইউবি/এমএমএস