লুকা ইয়োভিচ-ছবি:সংগৃহীত
৭০ মিলিয়ন ইউরোতে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে বিয়াল মাদ্রিদে যোগ দিলেন সার্বিয়ান ষ্ট্রাইকার লুকা ইয়োভিচ। বিষয়টি নিশ্চিত করেছে রিয়ালের ক্লাব কর্তৃপক্ষ। ২১ বছর বয়সী ইয়োভিচ সার্বিয়ার জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন।
পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ধারে ২০১৭-১৮ মৌসুমে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে যোগ দেন ইয়োভিচ। পরে চলতি মৌসুমে ফ্রাঙ্কফুর্ট পুরোপুরি তাকে কিনে নেয়।
এরপরই ফ্রাঙ্কফুর্টের কাছে থেকে রিয়াল মাদ্রিদ ইয়োভিচকে কিনে নেয়। ফ্রাঙ্কফুর্টের হয়ে ৪৮ ম্যাচে ২৭ গোলে করেছেন এই সার্বিয়ান স্ট্রাইকার।
ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পরই গোল স্কোরারের অভাবে ভুগছিল রিয়াল। সেই জন্যই ইয়োভিচকে দলে ভেড়ানো হয়েছে। তিনি আগামী ৬ মৌসুমের জন্য চুক্তি করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘন্টা, জুন ০৪, ২০১৯
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।