হ্যাটট্রিক করে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্তুগিজ উইঙ্গার রোনালদো: ছবি-সংগৃহীত
জাতীয় দলের জার্সিতে ফিরেই দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম হ্যাটট্রিক। সিআর সেভেনের শেষ দুই মিনিটের ঝড়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
এই জয়ে ইউরোপের এই নতুন টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।
৩৪ বছর বয়সী রোনালদোর ঝড় শুরু হয় ম্যাচের ২৫ মিনিটে।
ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে সুইসদের দেয়াল ভাঙেন তিনি।
এরপরই গোল শোধে মরিয়া সুইজারল্যান্ড ম্যাচে ফিরে রিকার্ডো রদ্রিগেজের নেওয়া স্পট-কিক থেকে। ৫৭ মিনিটে পেনাল্টি পায় তারা।
সমতায় থাকা ম্যাচে নাটকীয়ভাবে পর্তুগালকে জয় এনে দেন রোনালদো। দারুণ ক্ষিপ্রতায় জুভেন্টাস উইঙ্গার ৮৮ ও ৯০ মিনিটে দুইবার বল জড়িয়ে দেন সুইজারল্যান্ডের জালে।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, জুন ৬, ২০১৯
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।