০৫ জুন (বুধবার) দিবাগত রাতে ব্রাজিলের ব্রাসিলিয়ায় এক প্রীতি ম্যাচে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের মুখোমুখি হয় ব্রাজিল। রিচার্ডসন ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে সেলেকাওরা ২-০ ব্যবধানে জিতেছে ম্যাচটি।
কিন্তু ছিটকে গেছেন দলের প্রাণভোমরা নেইমার। ১৭ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় বিশ্বের সবচেয়ে এই দামী ফুটবলারকে। গত মে মাসে কোচ তিতের দলের অধিনায়কত্বও হারান তিনি। কোপাতে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন দানি আলভেজ।
২০১৪ বিশ্বকাপে ঘরের মাটিতে কোমরের চোটে পড়েন নেইমার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগেও চোটে পড়েছিলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে চোটের কারণে পিএসজির হয়ে অধিকাংশ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। চোটের কারণে ২০১৭-১৮ মৌসুমেও তিন মাস নির্বাসনে থাকতে হয়েছে নেইমারকে।
১২ দলের কোপা আমেরিকার লড়াই শুরু হবে ১৪ জুন (শুক্রবার) থেকে। ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
ইউবি