নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দু’দলই। তবে প্রথমার্ধে চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।
বিরতির পর কিছুটা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে নিতে চেষ্ট করে তারা। ৬৭ মিনিটে একটি সহজ গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশের স্ট্রাইকার।
তবে কাঙ্খিত গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। মাঝ মাঠ থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান রবিউল। ডান পায়ের দারুণ শটে পরাস্ত করেন লাওসের গোলরক্ষককে।
লিড পেয়ে বল নিজেদের পায়ে রেখে আধিপত্য ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। তবে চেষ্টা করেও আর বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি লাওস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।
বঙ্গবন্ধু গোল্ড কাপেও এই লাওসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ১১ জুন দ্বিতীয় পর্বে ঢাকায় লাওসের মুখোমুখি হবে লাল সবুজরা। এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, জুন ০৬, ২০১৯
আরএআর/ইউবি