ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ব্রাজিল টাইব্রেকারে জয়ের পর ব্রাজিল দলের উল্লাস-ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে স্বাগতিক ব্রাজিল। টাইব্রেকারে তিতের শিষ্যদের জয়টা এসেছে ৪-৩ গোলে।

ম্যাচের এক তৃতীয়াংশ সময় ১০ জন নিয়ে খেলেও রক্ষণের কৃতিত্বে ব্রাজিলের দুর্দান্ত আক্রমণভাগকে গোলবঞ্চিত করে রাখে প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্যভাবে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

 

পেনাল্টি শুট আউটে ব্রাজিলের হয়ে গোল করেছেন উইলিয়ান, মার্কুইনহোস, ফিলিপ্পে কৌতিনহো ও গ্র্যাব্রিয়েল জেসুস। মিস করেছেন ফিরমিনো। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে লক্ষ্যভেদ করেছেন মিকুয়েল গোমেজ, ব্রুনো ভালদেজ, হুয়ান রদ্রিগো রোহাস। মিস করেছেন গুস্তাভো গোমেজ ও দেরলিস গঞ্জালেস।

শনিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের পোর্তো আলেগ্রে'র অ্যারেনা দো গ্রেমিও’তে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিকদের। বল দখল থেকে শুরু করে পাসিং, গোলের সুযোগ সৃষ্টি ও গোলমুখে শটের ক্ষেত্রে প্যারাগুয়ের চেয়ে যোজন-যোজন এগিয়ে ছিল ব্রাজিল।  

৯০ মিনিটের খেলা শেষেও দু’দলের পার্থক্যটা ছিল পরিস্কার। প্যারাগুয়ের গোলমুখে মোট ৮টি শট নিয়েছে ব্রাজিল, যেখানে প্যারাগুয়ে নিতে পেরেছে মাত্র ১টি। পুরো ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বল ছিল ৭১ শতাংশ সময়। তবে ফাউল, হলুদ কার্ড দু’দলের কপালেই সমানভাবে জুটেছে।

ম্যাচের আগেই ইনজুরিতে ছিটকে যান ব্রাজিলের ফার্নান্দিনহো। আর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না কাসেমিরো। ফলে নাপোলি তারকা অ্যালেন এবং বার্সা তারকা আর্থারকে নিয়ে মিডফিল্ড সাজান ব্রাজিল কোচ তিতে। অসুস্থতার জন্য ছিলেন না রিচার্লসন, ফলে এভারটন ও গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে ফিরমিনো আক্রমণভাগের দায়িত্বে আসেন। আর ১০ নম্বর হিসেবে ফিলিপ্পে কৌতিনহো।

খেলার শুরু থেকেই ব্রাজিলকে ঠেকাতে রক্ষণাত্বক ভূমিকায় নামে প্যারাগুয়ে। যদিও তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু প্যারাগুয়ের ডি-বক্সের ভেতর বল পেয়েও গোলরক্ষক ফার্নান্দেজের হাতে তুলে দেন ফিরমিনো। তবে এরপর রক্ষণ আরও জমাট করে ফেলে প্যারাগুয়ে।  

২৯তম মিনিটে অল্পের জন্য গোল মিস করে প্যারাগুয়ে। পেরেজের কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন প্যারাগুয়ের গঞ্জালেস। কিন্তু ব্রাজিল গোলরক্ষক আলিসন ক্ষিপ্র গতিতে সেই শট ঠেকিয়ে দেন। ব্রাজিলও বেশ কিছু চেষ্টা চালায়। কিন্তু প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের ধার বাড়তে থাকে। ৫৪তম মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল ব্রাজিল। ফিরমিনোকে নিজেদের ডি-বক্সের একদম সামনে ফেলে দিয়েছিলেন প্যারাগুয়ের ব্যালবুয়েনা। কিন্তু রেফারি ভিএআর’র সহায়তা নিয়ে সিদ্ধান্ত বাতিল করেন। বরং তিনি ব্যালবুয়েনাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। পেনাল্টি বদলে যায় ফ্রি-কিকে আর ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।

একজন কমে গেলেও ব্রাজিলের ফরোয়ার্ডদের কোনো সুযোগ দেয়নি প্যারাগুয়ে। বরং গোলরক্ষক ফার্নান্দেজ অত্যন্ত সাফল্যের সঙ্গেই ঠেকিয়ে রাখেন বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগকে। ৭৪তম মিনিটে জেসুসের শট কয়েক ইঞ্চির ব্যবধানে গোল পোস্ট মিস করে। ম্যাচের শেষদিকে ফার্নান্দেজকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল ব্রাজিল। কিন্তু তাকে পরাস্ত করতে পারেনি।

ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ ছিল টাইব্রেকার। কারণ ২০১১ আর ২০১৫ কোপার আসরে এই প্যারাগুয়ের কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে। শেষ পর্যন্ত সেই টাইব্রেকারেই গড়ায় খেলা। আর তাতে ফিরমিনো মিস করা সত্ত্বেও জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।