ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের অবশ্য প্রথমার্ধে কোনো সুবিধা করতে দেয়নি ব্রাইটনের রক্ষণভাগ। ব্লুজরা বিরতিতে যায় গোলশূন্য ব্যবধানে।
৫০ মিনিটে স্পট-কিক থেকে চেলসিকে কাঙ্খিত গোল এনে দেন জোর্গিনহো। এরপর অবশ্য দু’দলই আক্রমণ-প্রতি আক্রমণ ফুটবল খেলতে থাকে। ৭৬ মিনিটে চেলসির ব্যবধান দ্বিগুণ করে দেন উইলিয়ান। হাডসন-ওডোইয়ের অ্যাসিস্ট থেকে ব্রাইটনের জালে বল জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় ব্লুজরা।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে সাউদ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে টটেনহাম। এই জয়ে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে স্পার্সরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে চেলসি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ইউবি