আসলে মূল ঘটনাটি ছিল ১০ বছর আগের। ২০০৯ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে বার্সেলোনাকে আতিথেয়তা জানিয়েছিল চেলসি।
ম্যাচটিতে চেলসির বেশ কয়েকটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। পাশাপাশি শেষ মুহূর্তে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পরে ম্যাচ শেষে দ্রগবার সঙ্গে ছোট্ট এমবাপ্পে সেলফি তুলতে চাইলে এগিয়ে আসেননি তিনি।
এ প্রসঙ্গে দ্রগবা বলেন, ‘দশ বছর আগে চেলসি বনাম বার্সেলোনা ম্যাচে, একটি ছেলে আমার কাছে এসে ছবি তুলতে চেয়েছিল। তবে সেদিন রেফারির বাজে সিদ্ধান্তের কারণে আমি না বলে দেই। কিন্তু আমি বুঝতে পেরেছি সেই ছেলেটিই কিলিয়ান এমবাপ্পে। আমি এখন সেই দেনা পরিশোধ করতে চাই। ’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন লিওনেল মেসি।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএমএস