সোমবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে প্যারিসে ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই নিয়ে ষষ্ঠবারের মতো পুরস্কারটি ঘরে তুললেন তিনি।
তবে ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড আর পুরস্কারের তালিকায় নতুন এই কীর্তি যোগ হলেও এখনই নিজের শেষ দেখছেন না মেসি। বরং বর্তমান ফর্ম আরও কয়েক বছর চালিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য আছে বলে বিশ্বাস তার।
‘ব্যালন ডি’অর ২০১৯’ জয়ের পর ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কয়েক বছর আগে, প্যারিসে আমি আমার প্রথম ব্যালন ডি’অর জিতেছিলাম। সেসময় আমি অবিশ্বাস্য সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এখন আমার হাতে ষষ্ঠ পুরস্কার। এটা অন্যরকম মুহূর্ত। ’
‘আমি আমার পরিবার এবং আমার সন্তানদের ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী বলে আমার কখনোই স্বপ্ন দেখা, কাজ করা, উন্নতি করা এবং আনন্দ পাওয়া থেকে দূরে সরে যাওয়া উচিৎ নয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগত ও খেলোয়াড়ি জীবনে এভাবে থাকতে পেরে খুশি। ’
‘আমি সবসময় নিজের খেলায় আরও উন্নতি করার চেষ্টা করি। আমার মনে এই বিশ্বাস সবসময় আছে যে, আমি আরও ভালো করতে সক্ষম। এই পুরস্কার (ব্যালন ডি’অর) অবশ্যই বিশেষ, কিন্তু দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’
আগামী বছরের জুনে ৩৩ বছরে পা দেবেন মেসি। কিন্তু ভবিষ্যতে আরও ব্যালন ডি’অর জেতার আশা এতটুকু কমেনি তার। তার খেলার ধারে এতটুকু মরিচা পড়েনি ঠিকই, তবে ভবিষ্যতে একজন তার বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন বলে ধারণা তার। সেই একজন হলেন, কিলিয়ান এমবাপ্পে। মেসি বলেন, ‘আমি যে একটা পুরস্কার জিতব তাও কখনো ভাবিনি। কিন্তু আমি খুশি। এই স্বীকৃতি পেয়ে আমি খুশি। হয়তো আরও কয়েকবার জিতব। হয়তো, আমি জানি না কবে। কিলিয়ান এমবাপ্পেও জিততে পারে। অবশ্যই সে দারুণ খেলোয়াড়। ’
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএইচএম/এমএমএস