ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ফাইল ফটো

ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। আগামী ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবলে ফেডারেশনে (বাফুফে) ড্র অনুষ্ঠিত হয়। একই সাথে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাফুফে ভবনে ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং ক্লাবের প্রতিনিধিরা।

ফেডারেশন কাপের টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড পড়েছে ‘এ’ গ্রুপে।

তাদের বাকি দুই দুই প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ পুলিশ এফসি।

গতবারের রানার্সআপ ছিল নবাগত বসুন্ধরা কিংস। কিংসরা এবার আছে গ্রুপ ‘বি’তে। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।

‘সি’ গ্রুপের আছে সাইফ স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

‘ডি’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান, উত্তর বারিধারা।

ফেডারেশন কাপের গ্রুপ:
গ্রুপ ‘এ’: ঢাকা আবাহনী, আরামবাগ, বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স
গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং, শেখ জামাল, রহমতগঞ্জ 
গ্রুপ ‘ডি’: শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, মোহামেডান, উত্তর বারিধারা

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।